ঢাকাঃ কোনো ধরণের বিভ্রান্তিকর তথ্য বা গুজব বা উস্কানিমূলক মন্তব্যে কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
যে কোন ধরণের অপপ্রচার রোধে সকলকে সতর্ক থাকারও অনুরোধ জানানো হচ্ছে। এক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই করার জন্য সরকার পরামর্শ দিয়েছে।
গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো খবর পেলে অবিলম্বে ৯৯৯ নম্বরে ফোন বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।