খোলামেলা দৃশ্যে অভিনয় জন্য শুরু থেকেই আলোচনায় ছিলেন তিনি। হাল সময়ে বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমায় কাজ করছেন বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। এছাড়া সানি লিওনের পারফর্ম করা প্রতিটি আইটেম গানই জনপ্রিয়তা পেয়েছে।
গুগল সার্চে এখন এক নম্বরে রয়েছেন সানি লিওন। সম্প্রতি গুগল ইন্ডিয়ার সার্চ রেজাল্টের তালিকা প্রকাশ্যে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের বেশির ভাগ মানুষ গুগলে টাইপ করেছেন সানি লিওনের নাম। গুগলের পক্ষ থেকে জানানো হয়, ভারতের সব থেকে বেশি সার্চ হয়েছে সানি লিওনের ভিডিও ও সানি লিওনের বায়োগ্রাফি।
শুধু তাই নয় ছবি ডাইনলোডের সংখ্যাও অনেক এগিয়ে সানি। গুগলের তথ্য, ভারতে সানি লিওনের পর সব থেকে বেশি সার্চ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর ভাষণ বেশিবার সার্চ করা হয়েছে। তার পরে শাহরুখ খান ও সালমান খান। দুই নায়কের ছবি ও সিনেমাই সবচেয়ে বেশি সার্চ হয়েছে।