13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গুগল ষ্টোরের ত্রুটি ধরল বাংলাদেশী ছাত্র

admin
September 6, 2015 5:35 pm
Link Copied!

শাফী চৌধুরীঃ গুগল স্টোরের একটি ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশি এক ছাত্র আন্তর্জাতিক পর্যায়ের ‘হল অব ফেম’ পুরষ্কার পেয়েছে। সি.ডি.এ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র আলি ওয়ামিম খান এর বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। ওয়ামিমকে মর্যদাপূর্ণ এই ধরণের হল অব ফেম পুরষ্কার দিয়েছে মাইক্রোসফট, অ্যাপল, এটিঅ্যান্ডটি আই ই-সেট।

জানা যায়, গুগল স্টোরে Dom based XSS ত্রুটি খুঁজে বের করার জন্য ওয়ামিমকে হল অব ফেম পুরষ্কার হিসাবে সার্টিফিকেট এবং ৫০০ ডলার প্রদান করে গুগল। ওয়ামিম গুগলকে সতর্ক করলে গুগল দ্রুত LoopHoles সমস্যা সংশোধন করে। আলি ওয়ামিম খান কিশোর বয়স থেকেই কম্পিউটারনিয়ে নানা ধরণের কাজ করত। “আমার বয়সের কিশোররা যখন মাঠে ক্রিকেট, ফুটবল নিয়ে ব্যস্ত তখন আমি কম্পিউটার প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকতাম। যার ফলে আজ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে অ্যাওয়ার্ড অর্জন করেছি”, এমনটাই বললেন ওয়ামিম।

http://www.anandalokfoundation.com/