ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গার্মেন্ট শিল্পে মজুরি বোর্ড গঠন করে মজুরি বৃদ্ধির দাবী

Link Copied!

মজুরি কমিশন গঠন করে জাতীয় ন্যূনতম মজুরী ২০ হাজার টাকা ঘোষণা করা “গার্মেন্ট শিল্প সেক্টরে মজুরি বোর্ড গঠন করে বাজার দর অনুসারে মজুরি বৃদ্ধি করতে হবে, জরুরী ভিত্তিতে প্রতিটি কারখানায় ৫০% মহার্ঘ ভাতা প্রদান এবং রেশনিং প্রথা চালু করার দাবীতে ইন্ট্রাকো ডিজাইন লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) বিকাল ৫টায় দক্ষিণখানের কসাইবাড়ীতে অবস্থিত ইন্ট্রাকো ডিজাইন লিঃ কারখানার ফ্লোরে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বৃহত্তর উত্তরা শাখার সভাপতি কাজী রুহুল আমিন ও সাভার শাখার সভাপতি কে এম মিন্টু।
তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের যে বেতন তাতে বর্তমান বাজারে চলা অসম্ভব হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। যেখানে সরকার নিজেই বলেছে বর্তমান বাজারে একজন শ্রমিকের ন্যূনতম বেতন ২৪ হাজার টাকা হওয়া প্রয়োজন। দ্রব্যমূল্যের বৃদ্ধির সাথে গার্মেন্টস শ্রমিক যে পোশাক তৈরি করে তারও দাম বৃদ্ধি হয়েছে। রাজস্ব ১০ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়েছে। কিন্তু শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়নি। অবিলম্বে শ্রমিকদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা করা হোক। এছাড়া সরকার কারখানা ভিত্তিক রেশনিং চালু করার ঘোষণা দেওয়ার ৪ মাস হয়ে গেলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। অবিলম্বে তা বাস্তবায়ন করার দাবী জানান তারা।
কে এম মিন্টু বলেন, আমি আমার ২২ বছরের অভিজ্ঞতায় দেখেছি, “বেতন বাড়াতে হবে বলে নভেম্বর-ডিসেম্বর মাস এলেই মালিকরা কাজ না থাকার নাটক শুরু করেন। তারা যে ৮ মাসেই এক বছরের কাজ করিয়ে শ্রমিকদের রক্ত চুষে নেন সে কথা কেউ বলেনা। অতিরিক্ত কাজের চাপে আর পুষ্টিহীনতায় গার্মেন্টস শ্রমিকরা অল্প বয়সেই বুড়ো হয়ে যায়। গার্মেন্টসে সব সময় ইয়াং ছেলে মেয়েদের দেখা যায়। তার কারণ গার্মেন্টস শ্রমিক ২৫-৩৫ বছর বয়সেই বুড়ো হয়ে যায়। কারো চোখে সমস্যা, কারো কোমড়ে ব্যাথা, পায়ে ব্যাথা, কারো কিডনির সমস্যা এসব কারনে অল্প বয়সেই কাজ ছেড়ে গ্রামে চলে যেতে হয়।”
গত তিন বছর ধরে ইন্ট্রাকো ডিজাইন লিঃ এর বেতন নিয়ে চলমান সমস্যা সমাধানের দাবীও জানান তিনি।
উক্ত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইন্ট্রাকো ডিজাইন লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।
http://www.anandalokfoundation.com/