14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ইয়াবাসহ যুবক আটক

admin
September 15, 2015 7:49 pm
Link Copied!

এম মতিযার রহমান, গাইবান্ধা: গাইবান্ধায় ২২৫ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।

মঙ্গলবার দুপুরে জেলা সদরের ত্রিমোহনী রেলগেট মোড় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সদরের হরিণসিংতা গ্রামের হাবিবুর রহমানের ছেলে জনি খন্দকার (২৬), একই গ্রামের আকবর হোসেনের ছেলে মুকুল মিয়া (২৮) ও জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের মেহের উদ্দিনের ছেলে রিমন মিয়া (২৫)। র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিমোহনী রেলগেট মোড়ে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়। পরে, তাদের দেহে তল্লাশি চালিয়ে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

http://www.anandalokfoundation.com/