মেহের আমজাদ,মেহেরপুর (১১-০৭-১৮)
মেহেরপুরে গাঁজা সেবনের অপরাধে সাইদুর, আখতার, সাকিব ও সবুর নামের ৪ যুবককে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, মেহেরপুর শহরের বেড় পাড়ার আফাজ উদ্দীনের ছেলে সাইদুর, লোকমানের ছেলে আখতার, ইয়াছিন আলীর ছেলে সাকিব এবং মেগা শেখের ছেলে সবুজ।
গতকাল বুধবার ভ্রাম্যমান আদালতের বিচারক মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক জানান গাঁজা রাখা ও সেবন করার দায়ে সাইদুরকে ১ মাসের জেল, আখতারকে ১ হাজার টাকা এবং সাকিব ও সবুরের ৫শ টাকা করে জরিমানা করা হয়।