বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাটরা প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ রায়(৯২) বার্ধক্য জনিত কারনে শনিবার রাতে নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। তার মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও নাতী-নাতণীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ রোববার সকালে ধর্মীয় অনুষ্ঠান শেষে উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে বাটরা প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বাটরা বাজার কমিটির নেতৃবৃন্দরা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।