গত ২৪ ঘণ্টায় দেশে ১৫১৪৬ জনের করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১,৬৩৭ জন। সুস্থ হয়েছেন ১,৬২৭ জন এবং মারা গেছে ২১ জন।
আজ সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৬৮১ জনে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ৩ লাখ ৯০ হাজার ২০৬ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫ হাজার ৫৯৯ জন।