এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে গণপরিবহন চালুর দাবিতে শহরের চৌরঙ্গী মোড় সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।
১০ মে (রবিবার) সকাল ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে আন্দোলন করেন। শ্রমিকদের অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ রয়েছে। এতে দীর্ঘদিন ধরে কর্মহীন থাকায় খাবার সংকটে পড়েছেন গণপরিবহন শ্রমিকরা। তাই পর্যাপ্ত ত্রাণ নইলে পরিবহন চালুর দাবিতে তারা আন্দোলনে নামেন।
এ সময় পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের উভয় পাশে অ্যাম্বুলেন্সসহ জরুরী সেবার বিভিন্ন পরিবহন আটকা পড়ে। পরে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী ও থানার পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন।
শ্রমিকরা জানান, করোনার কারণে এক মাসের বেশি তাদের পরিবহনগুলো সড়কে চলতে দেওয়া হচ্ছে না। লকডাউনের মধ্যেও গার্মেন্টস, বাজার, দোকান ছোটখাটো পরিবহনসহ সবকিছু চলছে কিন্তু তাদের যাত্রীবাহী পরিবহন চলছে না। বর্তমানে তারা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের পরিবহন সড়কের চলতে দেওয়া হোক, নয়তো তাদের খাবারের ব্যবস্থা করা হোক।
পঞ্চগড় জেলায় ২৬৪ ও ১৬৬০ নামে দুটি সংগঠনের ৫/৬ হাজার শ্রমিক রয়েছে। তারা বাড়ি ভাড়া দিতে পারছেনা, ঘরে খাবার নেই, সংসার পরিজন নিয়ে তারা কঠিন সময় পার ককরছে। তারা পর্যাপ্ত ত্রাণও পাচ্ছেনা।
এ বিষয়ে পঞ্চগড় থানার উপপরিদর্শক মোঃ কাইয়ুম আলী বলেন, সড়ক অবরোধ করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।