ঢাকা

গণতন্ত্র আজ সাদা কাফনে বন্দি -ববি হাজ্জাজ

Palash Dutta
February 27, 2021 4:37 pm
Link Copied!

“বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা লেখক মুশতাকের জামিন আবেদন বারবার নামঞ্জুর করার মাধ্যমেই প্রমাণিত হয় এই আইন ঠিক কতটা নিবর্তনমূলক। প্রশাসন এবং আজ্ঞাবহ ইসির সহায়তায় ব্যালটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটিয়ে সরকার পরিবর্তনের সুযোগকে পুরোপুরি ধবংস করে দিয়েছে আওয়ামী মাফিয়াতন্ত্র। গণতন্ত্র আজ সাদা কাফনে বন্দি। বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ ২৭ ফেব্রুয়ারি, ২০২১ইং রোজঃ শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে কারা অভ্যন্তরে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে এবং বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (নিবন্ধন নংঃ ০৪৩) কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, একদিকে গণমাধ্যমের উপর সরকারের অঘোষিত কঠোর সেন্সরশিপ, অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতাকে মারাত্বকভাবে কুক্ষিগত করে ফেলেছে।

প্রতিবাদ সমাবেশে ববি হাজ্জাজ বলেন, ভারত বিরোধী লেখালেখির কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের হাতে জীবন দিতে হয়েছে। প্রতিবাদী হবার কারণে আলোকচিত্রী শহিদুল্লাহকে কারা নির্যাতনের শিকার হতে হয়েছে। দেশের আলেম সমাজ হোক, মানবাধিকার কর্মী বা কবি-সাহিত্যিক অথবা সাধারণ শিক্ষার্থী হোক, সরকারের বিরাগভাজন হলেই নেমে আসছে নির্যাতনের খড়্গ। দেশের সংবিধানের ৩৯ ধারা আজ শুধুই কাগুজে কথা৷ সরকারের মন চাচ্ছে তো বীর মুক্তিযোদ্ধার পদক বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে, আবার ইচ্ছে হচ্ছে তো গোপনে আত্মগোপনে থাকা ভয়ংকর অপরাধীদের সাজা মওকুফ করে দিচ্ছে।  আমরা কারা অভ্যন্তরে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবী জানাচ্ছি এবং অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী করছি৷”

প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এনডিএম’র যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এনডিএম’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন। এছাড়াও  এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

http://www.anandalokfoundation.com/