ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গঠনমূখী জীবন গড়ার অঙ্গিকারে আগৈলঝাড়ায় অস্ত্রবিহীন মৌলিক আনসার ভিডিপি প্রশিক্ষণ

admin
October 14, 2017 9:10 pm
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ প্রত্যন্ত জনপদের শিক্ষিত বেকার যুবক-যুবুতিদের গঠনমূখী জীবন গড়ার অঙ্গিকারে বরিশালের আগৈলঝাড়ায় অস্ত্র বিহীন আনসার ও ভিডিপি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজন ও ব্যবস্থাপনায় গত ৮ অক্টোবর বাকাল ইউনিয়নের উত্তর বড়মাগড়া সার্বজনীন রাধা-গবিন্দ মন্দির প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ যুবক যুবতীদের অংশগ্রহনে ১০ দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ক্ষিতিশ চন্দ্র ফলিয়া, সহকারী অনিতা রানী বালা, মোঃ হানিফ মৃধা, কালাচাদ জয়ধর প্রমূখ।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষানার্থীদের সনদ প্রদান করা হবে। প্রশিক্ষণ নিতে আসা সজল বাড়ৈ, মিঠুন বাড়ৈ, লতিকা শিকারী, রুনু খানম জানান প্রশিক্ষণ পেয়ে মাদকমুক্ত সমাজ গঠন, বাল্য বিয়ে বন্ধ, গঠনমূখী প্রতিবাদ ও প্রতিরোধে ভূমিকা রাখতে পারবেন তারা।

 

http://www.anandalokfoundation.com/