13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলা ছেলে মেয়েদেরকে বিপথে যাওয়া থেকে রক্ষা করতে পারে -কৃষিমন্ত্রী

Brinda Chowdhury
January 1, 2021 9:04 pm
Link Copied!

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, খেলাধুলা ছেলে মেয়েদেরকে বিপথে যাওয়া থেকে রক্ষা করতে পারে। খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দ ও সুস্থ বিনোদনের মাধ্যম। এর মাধ্যমে সুস্থ চিন্তা চেতনার বিকাশ ঘটে।

মন্ত্রী আজ টাঙ্গাইলের ধনবাড়ীতে মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ‘হাডুডু’ প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এদেশের অনেক ছেলে মেয়ে বিপথে পরিচালিত হয়, মাদকগ্রহণ, জঙ্গিবাদে জড়িয়ে পড়াসহ নানা অপকর্মে লিপ্ত হয়। খেলাধুলাসহ সুস্থ বিনোদনে ছেলে মেয়েরা সম্পৃক্ত ও জড়িত থাকলে নির্মল আনন্দ পাওয়ায় সাথে সাথে তাদের মন প্রফুল্ল  থাকবে, তারা ভাল কাজে মন দিতে পারবে এবং ছেলে মেয়েরা বিপথে যাবে না।

প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি সোহরাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সরকারসহ অসংখ্যা ক্রীড়ামোদী এ সময় উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/