13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খুলে দেওয়া হলো ফ্রান্সের শতাধিক মসজিদ, কিন্তু অমুসলমানদের জন্য

admin
January 10, 2016 11:09 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের শত শত মসজিদের দরজা শনিবার অমুসলমানদের জন্য খুলে দেওয়া হয়েছে। দর্শনার্থীদের চা এবং কেক দিয়ে আপ্যায়ন করানো হয়েছে। সেই সঙ্গে মসজিদগুলোতে প্রদর্শিত হয়েছে ইসলামিক ক্যালিওগ্রাফি এবং আয়োজন করা হয় উন্মুক্ত আলোচনার।

ইউরোপে সবচেয়ে বেশি মুসলমান বাস করে ফ্রান্সে। এদের বেশির ভাগই এসেছেন উত্তর আফ্রিকার সাবেক ফরাসি উপনিবেশগুলো থেকে। গত বছর জানুয়ারিতে রম্য ম্যাগাজিন শার্লি এবদো এবং এক ইহুদি সুপারমার্কেটে জঙ্গি হামলায় ১৭ জন নিহত হয়। এ ঘটনার পর ফ্রান্সে মুসলিমবিদ্বেষ বাড়তে শুরু করে। গত বছরের শেষ দিকে ফের প্যারিসের ছয়টি স্থানে হামলা চালায় চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট। এ ঘটনায় পুরো ফ্রান্সে মুসলমানদের সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। অনেক স্থানে মসজিদে হামলার মতো ঘটনাও ঘটেছে। ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা ভেঙে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সেখানকার মুসলমান নেতারা জানিয়েছেন। তবে ফ্রান্সের আড়াই হাজার মসজিদের সব কটি এই কার্যক্রমে অংশ নিচ্ছে না । প্যারিসের গ্র্যান্ড মসজিদসহ সবচেয়ে পরিচিত মসজিদগুলো এই কর্মসূচিতে রয়েছে।

ফ্রান্সে মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন ‘ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথে’র প্রধান আনোয়ার কিবিবেচ জানান, তারা মানুষে মানুষে সংহতির বিষয়টির ওপর জোর দিতে চান।

তিনি বলেন, এর উদ্দেশ্য হচ্ছে এমন একটি অবস্থান তৈরি করা, যেখানে লোকজন সাধারণ মুসলমানদের সঙ্গে মেলামেশার সুযোগ পাবে।

http://www.anandalokfoundation.com/