খুলনা প্রতিনিধিঃ মহানগরের রূপসায় গৃহবধূ রাজিয়া সুলতানা দীপা হত্যা মামলায় স্বামী ও তাঁর সহযোগীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহম্পতিবার দুপুরে খুলনার বিশেষ দায়রা জজ এস এম সুলাইমান এই আদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া স্বামী লিটু মোল্লা কারাগারে থাকলেও শুরু থেকে তাঁর সহযোগী মজিদ হাওলাদার পলাতক।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন জানান, ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি যৌতুকের দাবিতে গৃহবধূ রাজিয়া সুলতানা দীপাকে হত্যা করা হয়। বেড়ানোর কথা বলে স্বামী লিটু মোল্লা রাজিয়াকে খালিশপুর থেকে রূপসার জাবুসা এলাকায় নিয়ে যান। সেখানে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন লিটু মোল্লা ও তাঁর সহযোগী মজিদ হাওলাদার। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
রূপসা থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া ২০০৯ সালে ১৫ ফেব্রুয়ারি নিহতের স্বামী লিটু মোল্লা ও তাঁর সহযোগী মজিদ হাওলাদারকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
আদালত এ মামলায় অভিযোগপত্রভুক্ত ২৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দিয়েছেন। রায়ে নিহতের স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত রায় বাস্তবায়নের জন্য দাবি জানিয়েছেন।