ঢাকা

খুলনার ডুমুরিয়ায় স্মার্ট কার্ড বিতরনের উদ্বোধন

admin
September 16, 2018 6:17 pm
Link Copied!

মারিয়া আফরিন পায়েল,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া ইউনিয়নে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) স্মার্ট কার্ড বিতরন করা হয়েছে। রবিবার( ১৬ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদে কার্ড বিতারনের উদ্বোধন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা  শেখ জাহিদুর রহমান।স্মার্ট কার্ড  রোব ও সোমবার দুই দিন বিতরন করা হবে।

স্মার্ট কার্ড নেওয়ার সময়  পুরাতন ভোটারদের তাদের পুরাতন পরিচয়পত্র নির্দিষ্ট কেন্দ্রে জমা নিয়ে নতুন স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। কার্ড বিতরন কালে প্রত্যেক ভোটারের দুই হাতের ১০টি আঙ্গুলে ছাপ ও চোখের রেটিনা স্ক্যান নেয়া হচ্ছে।
 ১৬ সেপ্টেম্বর হতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ডুমুরিয়া সদর ইউনিয়নে ২টি কেন্দ্রে ১৯ হাজার ৪শ’ ৭৭ ভোটারকে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড দেয়া হবে।
http://www.anandalokfoundation.com/