ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খুব শিগগিরই রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

ডেস্ক
February 22, 2023 10:40 pm
Link Copied!

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং খুব শিগগিরই রাশিয়া সফর করবেন।

বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা তাস’র।

সূত্র মতে, সফরের পরিকল্পনাটি প্রাথমিক অবস্থায় রয়েছে এবং কোন দিনক্ষণ এখনও ঠিক হয়নি। এপ্রিল কিংবা মে মাসে শি’র সফর অনুষ্ঠিত হতে পারে।

সফর পরিকল্পনার সাথে যুক্ত ব্যক্তিবর্গ পত্রিকাটিকে বলেছে, চীনা প্রেসিডেন্ট বহুদলীয় শান্তি আলোচনার বিষয়ে চাপ সৃষ্টির পাশাপাশি পরমাণু অস্ত্র ব্যবহারের অগ্রহণযোগ্যতা পুনর্ব্যক্ত করবেন বলে মনে করা হচ্ছে।

http://www.anandalokfoundation.com/