বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতু নির্মাণ ও স্যাটেলাইট উৎক্ষেপণের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে দেশের দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যে প্রায় ৩১ শতাংশ সম্পন্ন হয়েছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা পদ্মা সেতুর নির্মাণ কাজ সমাপ্ত করতে পারব।
পদ্মা সেতু থেকে পায়রা বন্দর যেতে পায়রা সেতু নির্মাণে কুয়েত আর্থিক সহায়তা করছে। পাশাপাশি লেবুখালি সেতুও কুয়েত সরকারের অর্থায়নে হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। জাজিরা প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ ৬৫ শতাংশ, মাওয়া প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ ৭৩ শতাংশ, সার্ভিস এরিয়া (২) ৭৮ শতাংশ, মূল সেতু নির্মাণ কাজের ২১ শতাংশ অগ্রগতি সম্পন্ন হয়েছে।
এছাড়াও নদীশাসন কাজের অগ্রগতি ১৮ শতাংশ, প্রকল্পটির আর্থিক অগ্রগতি ৩৪ শতাংশ এবং সার্বিক অগ্রগতি ৩১ শতাংশ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, এইচআর ওয়ালিংফোর্ড নামের একটি ব্রিটিশ কনসাল্টিং ফার্মকে পায়রা বন্দরের টেকনো-ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি ও মাস্টার প্ল্যান করতে নিয়োগ দেওয়া হয়েছে।
পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত। এর প্রাক্কলিত ব্যয় প্রায় ৩৫ হাজার কোটি।