সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সমাজিক সংগঠন খিদমাতুল ইনসান ফাউন্ডেশনের উদ্যোগে ফকির মিসকিনদের মধ্যে মধ্যাহ্ন্যভোজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জেলার জামালগঞ্জ উপজেলা সদরের নুরারী কিন্টার গার্ডেন মাদ্রাসা হলরুমে প্রায় অর্ধশতাধিক ফকির মিসকিনদের মুখে খাবার তুলে দেন খিদমাতুল ইনসান ফাউন্ডেশন। খাবার পরিবেশন করেন খিদমাতুল ইনসান ফাউন্ডেশনের সভাপতি মুহা.আলতাফুর রহমান,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী উজ্জল, ব্যবসায়ী এনামুল হক,আরিফুল ইসলাম রনি,শাহান মিয়া,দিলোয়ার হোসেন,আনোয়ার হোসেন,মাহমুদুল হাসান তারেক,মকবুল হোসেন,জসিম উদ্দিন,আল আমিন,হাফিজ মাহদী হাসান,মো: ইবাদুর রহমান,সাদিকুর রহমান স্বাধীন,হা: মহিবুর রহমান,সুজল প্রমূখ।
খাবার শেষে ফকির মিসকিনরা কেঁেদ কেঁেদ বলেন,আল্লাহ খাওয়াইলায়,আমরারে দেখার কেউ নাই। বাবারা তোমরা যারা আমরারে খাওয়াইছ আল্লাহয় যেন তোমরারে বদলা দেয়। আমরা খুব কুশি অইছি,আল্লায় তোমরারে বাচাইয়া রাখুক।