বিএনপি নেত্রীর সাময়িক মুক্তির আবেদনটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি বিচার বিভাগের মাধ্যমেই সম্পন্ন হবে। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (০৯ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে হজ সেবা বুথের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
তার সুস্থতা নিয়ে তারা আবেদন করেছে। সেই আবেদনে স্বরাষ্ট্রমন্ত্রণালয় মুক্তি দেয়ার ক্ষমতা রাখে না। আইনের বাইরে আইনমন্ত্রী মহোদয় কিছু বলতে পারে না। আমরাও যেতে পারি না। আমরা যেখানে যা প্রয়োজন তাই করছি।