ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আওয়ালঃ ঠাকুরগাঁওয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে চাল সংগ্রহ বন্ধকরে দেওয়াতে বিপাকে পড়েছেন জেলার মিলারগণ,আজ দুপুর ২টায় মিলাররা খাদ্য অফিসে এসে জানতে পারে যে সরকার আর চাল ক্রয় করবেনা।
এ সময় বিক্ষুদ্ধ মিলাররা সরকারী খাদ্য অফিসে তালা ঝুলিয়ে অফিস বন্ধ করে বিক্ষোভ করেন। মিলারগণ অভিযোগ করে বলেন, জেলা বোরো সংগ্রহ/২০১৫মৌসুমে চুক্তিবদ্ধ মিলারগণ সংগ্রহের শুরু থেকে সরকারী গুদামে খালি জায়গার অভাবে চাল সরবারহ করতে পারে নাই।
ইতোমধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর হতে, ঠাকুরগাঁও হতে মৌখিক ভাবে জানানো হয় যে, আগামী ১৫, অক্টোবর/২০১৫ পর্যন্ত চাল সরবারহ করা যাবে। কিন্তু অদ্য ০৭/১০/১৫ তালিখ আমরা মিলারগণ জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর ঠাকুরগাঁওয়ে এসে জানতে পারি যে, আজই চাল সরবারহের শেষ দিন। এমন অবস্থায় ঠাকুরগাঁও জেলার খাদ্য গুদাম সহ খালি জায়গা না থাকায় আজ থেকে চাল সরবারহ করা সম্ভব নয়।
মিলারগণ আরো জানান, হঠাৎ করে সরকার চাল বন্ধ করে দেওয়ায় এতে আমরা মিলারগণ বড় লোকসানের মুখে পড়বো বলে আশংকা করছি। সরকারী চুক্তি মাফিক চাল গুদামে নিয়ে গেলে ও গুদামে পর্যাপ্ত জায়গা থাকা শর্তেও চাল দিতে পারে নাই। কৃষকের কাছে থেকে উর্ধ্ব মুল্যে ধান ক্রয় করে চাল প্রস্তুত করেছি এ চাল যদি সরকার চুক্তিবদ্ধ ভাবে না ক্রয় করে তাহলে আমরা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হবো।
সামনে নতুন সীজেন মৌসুম আমন ধান খরিদ করতে পারবোনা অর্থনৈতিক বিপর্যয়ের কারনে। এ চাল যদি সরকার ক্রয় না করে তাহলে আমরা মিলারগণ বিপাকে পড়বো কৃষক ও ক্ষতিগ্রস্থ মুখে পড়বে। পরে বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের বরাবর স্বারক লিপি প্রদান করেন জেলার চুক্তিবদ্ধ মিলারগণের সভাপতি নাজিম উদ্দিন আহমেদ।