14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খাদ্যসংকটে থমকে আছে তিস্তাপাড়ের জীবন

admin
July 23, 2017 7:28 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ বন্যার পর চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন লালমনিরহাটের তিস্তা পাড়ের মানুষ।

জেলার ৩টি উপজেলা আদিতমারী, হাতীবান্ধা ও সদরের বেশ কয়েকটি গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছিল।

ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় নি:স্ব হয়ে পড়েন হাজারো মানুষ।

খাবার সংকট ও কাজ না থাকায় জেলার আদিতমারী, হাতীবান্ধা ও সদর উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ মানবেতর জীবন-যাপন করছেন।

এদিকে, পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিষখোচা ইউনিয়নে শহর রক্ষা বাঁধে তিস্তার ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী জানান, জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন দ্রুত এসব মানুষের পুনর্বাসনে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

এদিকে, সিরাজগঞ্জে বন্যায় ৭টি উপজেলায় কৃষি খাতে ১শ’ কোটি টাকার ক্ষতি হয়েছে।

জেলা কৃষি অফিসের তথ্যমতে, সিরাজগঞ্জ জেলার কাজিপুর, বেলকুচি, চৌহালীসহ ৭টি উপজেলায় ১৫৬০৬ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়েছে।

অন্যদিকে, জামালপুর জেলার কৃষকরা জমিতে আবাদ করেছিল পাট, সবজি ও আউশ ধান। সেই সঙ্গে রোপণ করেছিল আমনের বীজতলা। কিন্তু দু’সপ্তাহের বন্যায় ভেসে গেছে সবই।

বন্যার পানি নেমে গেলেও কর্মহীন আর গবাদিপশুর খাদ্যসংকটের কারণে থমকে আছে জামালপুর জেলার নদী তীরবর্তী মানুষের জীবন।

তবে এখন বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলো আবারো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। সরকার দ্রুত তাদের পুনর্বাসনের উদ্যোগ নেবে বলে আশা করছেন দুর্গতরা।

http://www.anandalokfoundation.com/