ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে ক্ষুদ্রনৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে জনসচেতনতামূলক প্রশিক্ষণ

Link Copied!

নওগাঁরসাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসম্প্রদায়েরমধ্যে মাদক ও বাল্য বিবাহেরকুফলসম্পর্কে জনসচেতনতামূলক২দিন ব্যাপি প্রশিক্ষণঅনুষ্ঠিতহয়েছে।

উপজেলানির্বাহীঅফিসারআব্দুল্যাহআলমামুনএরসভাপতিত্বে উপজেলাপরিচালন ও উন্নয়নপ্রকল্প (ইউজিডিপি), স্থানীয়সরকারবিভাগ ও জাপানইন্টারন্যাশনাল কোঅপারেশনএজেন্সী (জাইকা) সহায়তায়উপজেলাআইন-শৃঙ্খলাবিষয়কস্থায়ীকমিটিরবাস্তবায়নেবৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলাপরিষদ হলরুমে উপজেলাপরিষদের আয়োজনে ১৮ ও ১৯ জানুয়ারিপ্রশিক্ষণের সমাপনিঅনুষ্ঠানঅনুষ্ঠিতহয়।

এসময়প্রধানঅতিথি হিসেবেউপস্থিত ছিলেনউপজেলাপরিষদ চেয়ারম্যানআলহাজ¦ শাহজাহান হোসেন, সহকারীকমিশনার (ভূমি) শারমিনজাহানলূনা, থানারওসি (তদন্ত) হাবিবুররহমান, আনসার ও ভিডিপিকর্মকর্তাজুলেখা বেগম, উপজেলাপরিচালন ও উন্নয়নপ্রকল্প (ইউজিডিপি), স্থানীয়সরকারবিভাগ ও জাপানইন্টারন্যাশনাল কোঅপারেশনএজেন্সী (জাইকা)’র ইউডিএফশহিদুলইসলামপ্রমূখ।

উক্ত অনুষ্ঠানেউপজেলারবিভিন্নএলাকারক্ষুদ্র নৃ-গোষ্ঠীসম্প্রদায়েরবিভিন্ন শ্রেণী পেশারমানুষউপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/