14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ক্যানসার আক্রান্ত জন্নাতুন তাজরী বাঁচতে চায়

admin
August 24, 2016 10:58 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোরের সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের জান্নাতুন তাজরী (০৪) ক্যানসার আক্রান্ত হয়ে ভারতের ভেলোরে সিএমসি হাসপাতালে গত দুই মাস যাবত চিকিৎসাধিন আছে। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় পরিবারের পক্ষ থেকে অর্থনৈতিক সাহায্যের আবেদন করা হয়েছে।

এর আগে তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তাতে কোন ফলপ্রসু না হওয়ায় জান্নতুলের অসহায় পিতা-মাতা উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যায়। গতদুই মাস ধরে তার চিকিৎসা খরচ চালাতে গিয়ে ধার -দেনায় জড়িয়ে পড়েছে। জান্নাতুন তাজরীর পিতা একজন ইউনিয়ন পরিষদ সচিব। বর্তমানে তিনি যশোর সদরের লেবুতলা ইউনিয়ন পরিষদে কর্মরত আছেন। গরীব অসহায় পিতা-মাতা তাদের একমাত্র মেয়ে জান্নাতুনের চিকিৎসা ব্যয়ের জন্য বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন।

সাহায্য পাঠাবার ঠিকানা,বেসিক ব্যাংক,যশোর শাখা,সঞ্চয়ী হিসাব নং- ১৮১৪০১০০০৬৭৯২ অথবা বিকাশ নাম্বার- ০১৭১০০৩৮৯৮১।

http://www.anandalokfoundation.com/