প্রতিবেশী ডেস্ক : মুসলিমদের গোমূত্র পান করা উচিত। চিকিৎসায় সেটা কাজে দেবে। কোরআনেও নাকি এমনটাই লেখা রয়েছে। এই দাবি আর কারওর নয়, স্বয়ং যোগগুরু রামদেবের।
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে গিয়ে রামদেব বলেন, চিকিৎসার জন্যই মুসলিমদের উচিত গোমূত্র পান করা। পাশাপাশি তিনি জানান, হিন্দু কোম্পানি বলে ‘পতঞ্জলি’-র নাম খারাপ করার চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘কোরানেই লেখা রয়েছে যে, চিকিৎসার জন্য গোমূত্র খাওয়া যায়। কয়েকজন হিন্দু কোম্পানি আখ্যা দিয়ে পতঞ্জলি’র নাম খারাপের চেষ্টা চালাচ্ছে। তাদের এটাই মূল লক্ষ্য। কিন্তু যাঁরা এটা তৈরি করেছে সেই হামদার্দ ভাইকে কখনও আমি কিছু বলেছি। ওঁদের আমি সবসময় সমর্থন করি। এর পাশাপাশি হিমালয় ড্রাগ কোম্পানিকেও সমর্থন করি। আর হিমালয় গ্রুপের ফারুক ভাই আমাকে যোগ গ্রাম তৈরির জন্য জমি দিয়েছেন। কিছু লোক যদি এ ধরনের অভিযোগ আনেন, তাহলে বলতে হবে তারা শুধু ঘৃণার দেওয়াল তৈরি করবে।’
বাবা রামদেবের পর পতঞ্জলির প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার কে পাবেন? এদিন সেকথাও জানালেন যোগগুরু।
যোগগুরু জানালেন, কোনও ব্যবসায়ী বা নির্দিষ্ট কেউ নন। পতঞ্জলির উত্তরাধিকার পাবেন ৫০০ জন সাধু। যাঁদের তিনি নিজের হাতেই প্রশিক্ষণ দিয়েছেন। এর সঙ্গে বলেন, ‘আমি কখনও ছোট ব্যাপার নিয়ে ভাবি না। আমি বড় কথা ভাবি। আমি আমাদের দেশের পরবর্তী ৫০০ বছরের কথাই ভেবেছি। আগামী একশো বছর অন্তত পতঞ্জলি গ্রুপ থাকবে। যাওয়ার আগে আমার উত্তরাধিকার অবশ্যই রেখে যাব।’