13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোন অবস্থাতেই মাঠ ছাড়বো না: মওদুদ

admin
December 12, 2018 6:24 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বললেন, আওয়ামীলীগ সরকার আচরণ বিধি যতই লঙ্ঘন করুক, নেতাকর্মীদের গ্রেফতার করুক, হামলা করুক বিএনপির নেতাকর্মীরা শেষ পর্যন্ত মাঠে থাকবে। কোন অবস্থাতেই তারা মাঠ ছেড়ে পালাবে না।

আজ বুধবার(১২ই ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের কোন স্থানেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। বিএনপির কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে।
তিনি বলেন আমাদের প্রচারনার মাইক ভেঙ্গে ফেলা হচ্ছে এবং যারা মাইকিং করছে তাদের উপর নির্যাতন চালানোসহ বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

এমতাবস্থায় আদৌ কোনও সুষ্ঠু নির্বাচন হবে কিনা সকল মানুষের মধ্যে এই প্রশ্নটিই এখন প্রকটভাবে দেখা দিয়েছে।

বিএনপি এ নেতা অভিযোগ করে বলেন, সারাদেশে নির্বাচনী উৎসব বলে এখন আর কিছু নাই। শুধুমাত্র আমার নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে সে কারণেই সরকার এই ভয় ভীতি ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে মাঠ ছাড়া করে জোরপূর্বক কেন্দ্র দখল করা ছাড়া সরকারের আর কোনও বিকল্প পথ নেই।

http://www.anandalokfoundation.com/