আবু নাসের হুসাইন, স্টাফ রিপোর্টার: ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত হাজ্বি কছিমদ্দিন সিকদারের ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মান্নান সিকদার গত সোমবার সকালে কৃষ্ণপুর বাজারের সংঘর্ষে নিহত হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শনিবার বাদ যোহর রাধানগর সিকদার বাড়িতে এক দোয়া-মাহফিলের আয়োজন করেন। দোয়া শেষে মরহুম আব্দুল মান্নানের কবর জিয়ারত করা হয়।
এসময় জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবার চৌধুরী লাবুর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাহেব মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক বাবুল কাজী, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সালথা উপজেলা আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বাংস্কৃকি ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, নগরকান্দা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ফকির, যুবলীগ নেতা আজাদ হোসেন, সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল প্রমুখ।
এর আগে সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন স্থানীয় কয়েকশত নেতাকর্মী নিয়ে নগরকান্দায় গোলাম আকবার চৌধুরী স্কুল এন্ড কিন্ডার গার্ডেন পরিদর্শন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা, জয়বাংলা স্মৃতিস্তম্ভ পরিদর্শন ও কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর পিতা মরহুম নান্নু মিয়ার কবর জিয়ারত করেন।