14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় অসহায় এক কৃষকের সম্পত্তি জোর পূর্বক জবর দখলের অভিযোগ

Rai Kishori
May 13, 2020 3:52 pm
Link Copied!

আঃজলিল (শার্শা যশোর) বিশেষ প্রতিনিধিঃ   যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের বেনেখড়ি গ্রামের সাইফুল ইসলাম(৩৮) নামের এক কৃষকের  সম্পত্তি শশুরালয় কর্তৃক জোর পূর্বক জবর দখলের অভিযোগ মিলেছে। ভূক্ত ভোগী কৃষক তার নিজ নামীয় ৪৫শতাংশ  দালিলিক সম্পত্তির দখল না পাওয়ায় বর্তমানে গ্রামবাসীর সহোযোগীতায় অন্যের জমিতে ছাবড়া তুলে মানবেতর জীবন যাপন করছেন। নিজ সম্পত্তির ভোগ দখল ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে বারংবার শালিস দিয়ে শ্যালকদের দলীয় প্রভাব খাটিয়ে প্রান নাশের হুমকী-ধামকীতে ভীত হয়ে ন্যায্য জমি ফিরে পাওয়ার আশায় গনমাধ্যম কর্মীদের মাধ্যমে সমাজের ক্ষমতা বান মানুষ সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভূক্তভোগী ও৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক,মাসুদ রানার দেওয়া তথ্য সুত্রে জানা যায় বিগত ১১বছর পূর্বে একি গ্রামের দফাদার পাড়ার বাসিন্দা মৃত সলেমান দফাদারের কন্যা মৃত রাত্না খাতুনের সহিত বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন বালুন্ডা গ্রামের মৃত মাওলা বক্সের পুত্র কৃষক সাইফুল। দাম্পত্য জীবনে তাদের শ্রাবন্তী নামের ১০বছর বয়সী এক কন্য সন্তান রয়েছে। রত্নার(১ম স্ত্রী)মৃত্যুর পর ৫ বছর বয়স হতে সাইফুলের বোন শ্রাবন্তীর লালন পালনের দায়িত্ব নেন। রন্তা জীবদ্দশায় রোগ গ্রস্থ থাকায় সাইফুলের পেত্রিক সম্পত্তি বিক্রি করে ১ম স্ত্রীর চিকিৎসা চালায় ও উত্তারাধীকারী সুত্রে পাওয়া মোতাবেক  পৈত্রিক সম্পত্তির ৪৫শতাংশ জমি হেবা দলিল মূলে খরিদ করে ভোগ দখল করতে থাকেন। ১ম স্ত্রীর মৃত্যুর পর তার শ্যালক সায়েফ গংরা জোর পূর্বক তার বোনের বিক্রয় করা সম্পত্তি জবর দখল করে নেয় ও সাইফুলকে জমি সংক্রান্ত বিষয়ে বাড়াবাড়ি করলে প্রাননাশের হুমকী দেন।বিষয়টি মিমাংসায় গ্রাম্য মোড়ল মাতব্বর ও ইউপি চেয়ারম্যান একাধিক বার মিমাংসা চেষ্ঠা করেও সায়েফ গংদের কটু কৌশলে ব্যার্থ হন।

বর্তমান কৃষক সাইফুল তার দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বেনেখড়ি গ্রামের মতিয়ার রহমানের আশ্রিত জমিতে বসবাস করছেন। অর্থভাবে আইনি লড়ায়ে গিয়ে বেদখল জমি ফেরত পাওয়ার চেষ্ঠায় একেবারেই অক্ষম কৃষক সাইফুল বলে জানান প্রতিবেশীরা। সায়েফ গংদের নিকট হতে কৃষক সাইফুলের বৈধ্য সম্পত্তি ফেরতের দাবী জানিয়েছেন প্রতিবেশী সহ গ্রাম্য মাতব্বররা। শ্যলক সায়েফ গং কর্তৃক কৃষক সাইফুলের দালিলিক সম্পত্তি জোর পূর্বক জবর দখল করার অভিযোগের সত্যতা স্বীকার করেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোজাম মেম্বার। তিনি আরো জানান বিচার শালীসে বাদী পক্ষ কোন সময়ই হাজির হয়না।

এবিষয়ে অভিযুক্ত ধান চাউল ব্যাবসায়ী ও আওয়ামী নেতা পরিচয় দান কারী সায়েফের মুঠোফোনে যোগযোগ করলে তিনি বলেন আমি সাইফুলের কাছে জমি বন্দকের নিকট টাকা পাবে সে দিতে না পারায়  তাকে জমিতে আসতে নিষেধ করেছি। আমি আমার বোনের মেয়েকে সম্পত্তি লিখে দিতে বলেছি সাইফুল কে।কৃষক সাইফুলের জমি ফেরত পেতে উলাশী ইউনিয়ন পরিষদে দেওয়া লিখিত অভিযোগ সম্পর্কে ইউপি চেয়ারম্যান আয়নাল হকের মুঠোফোন বন্ধ থাকায় বিবৃতি নেওয়া সম্ভব হয়নী। তথ্য প্রযুক্তির ডিজিটাল বাংলাদেশে দীর্ঘ ৯ বছর অসহায় কৃষকের দালিলিক সম্পত্তি শশুরালায় কর্তৃক জবর দখলের ঘটনা বড়ই বেমানান। অবিলম্বে আসহায় কৃষক সাইফুল তার দালিলিক সম্পত্তি ফিরে পেতে শার্শা সহকারী কমিশনার(ভূমি)মাধ্যম যশোর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
http://www.anandalokfoundation.com/