13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে গরু পাচারকারী ভারতীয় নিহত

Rai Kishori
October 29, 2019 12:01 am
Link Copied!

কুড়িগ্রাম  প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয় তা নিয়ে বিভ্রান্তি দেখা দিলেও পরে বিএসএফ সনাক্ত করে নিহত ব্যক্তি ভারতের নাগরিক। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার ভূরুঙ্গামারীর বাঁশজানি সীমান্তে (ভারতের দীঘলটারী) ৯৭৫ নং মেইন পিলার এবং ৮ ও ৯ নং সাব পিলারের মাঝখানে জিরো পয়েন্টে গুলিবিদ্ধ এক যুবকের লাশ এবং বাংলাদেশি সীমান্তের অভ্যন্তরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি বাছুর গরু পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী ময়দান বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির একটি টহল দলও ঘটনাস্থলে পৌছে।বিজিবির ময়দান বিওপি কমান্ডার সুবেদার মো. রফিক জানান, নিহত ব্যক্তি ভারতীয় বলে বিএসএফ জানিয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, নিহত ব্যক্তির নাম আখেরুল শেখ (১৮)। তিনি সীমান্তের নিকটবর্তী দীঘলটারী গ্রামের মানিক শেখের ছেলে। খবর পেয়ে ভারতীয় পুলিশ লাশটি নিয়ে যায়।
http://www.anandalokfoundation.com/