ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

admin
January 17, 2019 5:26 pm
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানে ইট বোঝাই টাটা পিকআপ ভ্যানের ধাক্কায় লশমী রবিদার (৫০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।১৭ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নতুন লাইনের সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত লশমী একই বাগানের শিপুধন রবিদারের স্ত্রী। প্রত্যক্ষদর্শী স্থানীয় শ্রীকান্ত দাস জানান, বাগানে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হোন লশমী রবিদার। এসময় একটি ইটবোঝাই টাটা পিকআপ গাড়ি বাগানের দিকে আসছিলো।

হঠাৎ সেই গাড়ি পিছনের দিকে আসতে গেলে লশমী গাড়ির ধাক্কায় পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা সেই গাড়ি ও গাড়ির ড্রাইভারকে আটক করে রাখে।

http://www.anandalokfoundation.com/