ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর স্বাধীন করে ৭১-এ পরাজয়ের বদলা নেব -জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিস সাঈদ

admin
December 17, 2017 1:55 pm
Link Copied!

নিউজ ডেস্কঃ কাশ্মীরকে স্বাধীন করে ১৯৭১ সালে বাংলাদেশের কাছে পরাজয়ের বদলা নেব। এমনটিই জানিয়েছেন জামাত-উদ-দাওয়ার প্রধান ও মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদ।

পাকিস্তানের লাহোরে গতকাল শনিবার এক সভায় তিনি এ মন্তব্য করেন। খবর জি নিউজের।

হাফিজ সাঈদ বলেন, পাকিস্তান ১৯৭১ সালের লড়াইয়ে পরাজিত হয়েছিল। কাশ্মীরকে স্বাধীন করে সেই পরাজয়ের বদলা নেয়া হবে।

জি নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়ে সহযোগিতা করেছে ভারত। সেই রাগ এখনো পুষে রেখেছে পাকিস্তান। আর সেটির বহিঃপ্রকাশ ঘটলো সাঈদের ওই মন্তব্যে।

এর আগে জঙ্গি মদদের অভিযোগে বেশ কিছুদিন সাঈদকে গৃহবন্দি করে রাখে পাকিস্তান। তবে শেষপ‌র্যন্ত আদালতের নির্দেশে তাকে ছেড়ে দেয়া হয়। বন্দিদশা থেকে ছাড়া পেয়েই সাঈদ ঘোষণা করেন, কাশ্মীরকে স্বাধীন করবে জামাত-উদ-দাওয়া।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার দল পাকিস্তান মুসলিম লীগকে উদ্দেশ করে সাঈদ বলেন, তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে কাশ্মীরকে স্বাধীন করবে, পাকিস্তানকে রক্ষা করবে। কিন্তু তোমরা তা পারোনি। এর মাধ্যমে তোমরা দেশের মানুষকে ধোঁকা দিয়েছ। তাদের সঙ্গে প্রতারণা করেছ। তোমরা নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলে। দেশের মানুষের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করেছ।

http://www.anandalokfoundation.com/