13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬

Rai Kishori
September 11, 2024 3:39 pm
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বাদশা সোলায়মান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে কালীগঞ্জ পৌরসভার কাঁঠালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাদশা সোলায়মান একই এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।

ঝিনাইদহ র‌্যাবের মেজর নাঈম আহমেদ জানান, কালীগঞ্জের কাঠালবাগান গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব-৬। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় ওই গ্রামের বাদশা সোলায়মানকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ১২ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/