ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে প্রাণীপুষ্টি উন্নয়ন প্রকল্পে খামারিদের টাকা বিতরণ

Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে প্রাণীপুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ঘাস চাষের প্রদর্শনীয় প্লট স্থাপনের জন্য গরুর খামারীদের নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ অফিসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেণ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার বানার্জী। কালীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মো: রেজাউল করিম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার (সম্প্রসারন) ডা: শারমিন আক্তার। প্রথম পর্যায়ে ২১জন খামারীকে প্রথম কিস্তির ৫ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মো: রেজাউল করিম জানান, কালীগঞ্জ উপজেলায় গবাদিপশুর খাদ্যের চাহিদা মেটানোর জন্য এই প্রকল্পের মাধ্যমে উন্নতজাতের ঘাষ উৎপাদনের জন্য ৮৮জন খামারীকে পর্যায়ক্রমে জনপ্রতি ১০ হাজার টাকা প্রদান করা হবে। এর আলোকে বৃহষ্পতিবার ২১জন খামারিদের প্রথম কিস্তির ৫ হাজার টাকা প্রদান করা হয়। তিনি আরো জানান, এই প্রকল্পে গরুর খামারী নির্বাচন করা হয়েছে ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে। পর্যায় ক্রমে উপজেলার তালিকাভুক্ত ৮৮জন খামারী এই টাকা পাবেন।

http://www.anandalokfoundation.com/