ঢাকা

কালীগঞ্জে পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে উপকার ভোগিদের মাঝে সেলাই মেশিংসহ বিভিন্ন উপকরণ বিতরণ

admin
September 26, 2018 6:33 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জে পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে উপকার ভোগিদের মাঝে সেলাই মেশিং সিট কাপড়সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে কালীগঞ্জ শহরের আয়শা তেল পাম্পের পাশে সমিতির কার্য়ালয়ে এই উপকরণ বিতারণ করা হয়। এই সময় ছয় জন উপকার ভোগি মহিলাদের মাঝে সেলাই মেশিং ও ২০ জন উপকার ভোগি মহিলার মাঝে সিট কাপড়, সুই, সোতাসহ অন্যান্য উপকরণ বিতারণ করা হয়।

ওই সময় উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার শেখর চন্দ্র বৌরাগি, আশিস গোলদার, সুমাইয়া আক্তার সুইটি ও জিয়া হাইদার। সহযোগিতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।

http://www.anandalokfoundation.com/