14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ধারাবাহিক ডাকাতির পর এবার চুরি!

admin
December 2, 2016 7:22 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ধারাবাহিক ডাকাতির পর এবার চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার পশু হাসপাতাল পাড়ায় হাসান হাবিব হান্নুর দোকানের সাটারের তালা ভেঙ্গে এ চুরি সংঘটিত হয়। চোরেরা নগদ ১৫ হাজার টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

দোকানী হাসান হাবিব হান্নু জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা পর্যন্ত  তিনি দোকানদারী করে বাড়িতে যান। সকাল ৮ টার দিকে দোকান খুলতে যেয়ে দেখেন সাটারের তালা ভাঙ্গা। চোরেরা তার দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা, ৫ হাজার টাকার মোবাইল ফোনের রিচার্জ কার্ড ও অন্যান্য মালামালসহ প্রায় ৩০ হাজার টাকা মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে তিনি কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।

উল্লেখ্য গত ২৭ নভেম্বর কালীগঞ্জ পৌর এলাকার চাপালী নতুন পাড়া  গ্রামের কাঁচামাল ব্যবসায়ী সেলিম রেজার বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির হয়। ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে বেধে  নগদ ১ লাখ ৯৩ হাজার টাকা ও  ৫ ভরি স্বর্ণলংকার ও দুইটি দামী মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। এর তিনদিন পর  ১ ডিসেম্বর একই গ্রামের আসমানী হিজড়ার বাড়িতে অনুরুপ এক ডাকাতি হয়। ডাকাতরা তার বাড়ি থেকে নগদ ৪ লাখ টাকা ও ১৩ ভরি স্বণংলকার ডাকাতির করে নিয়ে যায়। ডাকাতদের বাধা দিলে তারা হিজড়া আসমানীকে ছুরিকাঘাতে জখম করে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার এসআই বিশ্বজিৎ পাল জানান, চুরি ঘটনায় দোকানী হাসান হাবিব হান্নু থানায় একটি অভিযোগ দিয়েছেন। তিনি আরো জানান, হান্নু কিছু তথ্যও দিয়েছে খুব শীঘ্রই চুরির রহস্য উদঘাটন হবে। তবে তিনি ডাকাতির ব্যাপারে কিছু বলতে নারাজ।

http://www.anandalokfoundation.com/