মো. আমির সোহেল, কালকিনি (মাদারীপুর) থেকেঃ মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকায় মানুষিক প্রতিবন্ধী রেবা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদীর বাঁশগাড়ী লঞ্চঘাটের পশ্চিম পাড় থেকে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। আহত গৃহবধু বাঁশগাড়ী এলাকার উত্তর উড়ার চর গ্রামের আক্তার হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আহত মানুষিক প্রতিবন্ধী গৃহবধু ঢাকায় যাওয়ার উদ্যেশ্যে একাই বাড়ী থেকে বের হন। বৃহস্পতিবার সকালে বাঁশগাড়ী লঞ্চঘাটের আড়িয়াল খাঁ নদীর পাড়ে কচুরীপানার মধ্যে গলা কাটা অবস্থায় দেখে স্থানীয়রা। স্থানীয় লোকজন খাসেরহাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তবে পুলিশ জানায়, ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা জানান, হত্যার উদ্দেশ্যে গৃহবধূ রেবা বেগমকে গলাকাটা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।