ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কারাবন্দি খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হচ্ছে

Rai Kishori
April 1, 2019 12:16 pm
Link Copied!

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ সোমবার (১ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হতে পারে। এজন্য খালেদা জিয়া মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার জন্য হাসপাতালের ৬২১-৬২২ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে বলে বিএসএমএমইউ সূত্রে জানা গেছে। অপরদিকে খালেদাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার বিষয়ে কারাকর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। আজ আনার সম্ভাবনা রয়েছে। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।

আজ যে কোনও সময় তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

কারাগার থেকে খালেদা জিয়ার সব ব্যবহার্য জিনিসপত্র সকালেই মেডিকেলে আনা হয়েছে।

এদিকে আজ সোমবার নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তাকে হাজির করা হয়নি। এদিন পুরান কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এজলাসে খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আগামী ৮ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

http://www.anandalokfoundation.com/