ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে কারখানার বিষাক্ত বর্জ্য পানিতে মিশে ক্ষতিগ্রস্থ পরিবেশ

Rai Kishori
March 2, 2020 11:17 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ কারখানার বিষাক্ত বর্জ্য নদী ও ফসলি জমিতে মিশে খাদ্যদ্রব্যের মাধ্যমে মানুষ ও প্রাণীর শরীরে প্রবেশ করে বিষক্রিয়ায় ক্যান্সারসহ নানা জটিল রোগের সৃষ্টি করে। কারখানা থেকে বিষাক্ত বর্জ্য শোধন না করে  নদীতে নির্গত করে এলাকার পরিবেশ নষ্ট করার অভিযোগ এলাকাবাসীর।

জানা যায়, ঢাকা জেলার ধামরাইয়ের শ্রীলামপুর এলাকায় গ্রাফিক্স টেক্সটাইলস্ ও রেডিসন ক্যাজুয়াল ওয়্যার লিঃ নামে দুটি পোশাক কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য শোধন না করে নদীর পানিতে মিশে এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্থ করেছে।

সরকারের নীতিমালা অনুযায়ী, কেমিক্যাল মিশ্রিত বর্জ্য ইটিপিতে শোধনের পরই যাতে নির্গত করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট অধিদপ্তরকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

স্কুল ছাত্র অপূর্ব আহমেদ ফেরদৌস বলেন, নদীর পাড়ে রাস্তা দিয়ে চলাচল করা মুস্কিল হয়ে দাঁড়িয়েছে নদীর পানির দুর্গন্ধে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। কারখানা কর্তৃপক্ষ সম্পূর্ণ বেআইনিভাবে বিষাক্ত কেমিকেল মিশ্রিত পানি ছেড়ে দেওয়ায় নদীর পানি নষ্ট হয়ে হচ্ছে।

মাসুদুর রহমান ও জাহাঙ্গীর মিয়া জানান, এক সময় খালে প্রচুর মাছ পাওয়া যেত। আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এখানে মাছ ধরত। কিন্তু কারখানার বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানির কারণে মাছ দূরের কথা, খালে এখন কোনো জলজ প্রাণীও চোখে পড়ে না।

স্থানীয় এক গৃহিনী বলেন, নদী পানি যখন পরিস্কার ছিল আমরা গোছল করতে পেরেছি কিন্তু কারখানার বর্জ্য-বিষাক্ত কেমিক্যাল নদীর পানিকে এমন পরিমাণ দূষিত করেছে এই পানি দিয়ে গোসল বা গৃহস্থালীর কাজ করা সম্ভব নয়।

স্থানীয় কৃষকরা বলেন, নদীর পানি ধানি জমিতে প্রবেশ করলে যে ধান চাষ করা হয়েছে তা আস্তে আস্তে মারা যায়। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের জবাবে হতাশ এলাকাবাসী।

কারখানা কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বললে তারা দাম্ভিক আচরণ প্রকাশ করে বলেন, আমাদের পরিবেশের ছারপত্র আছে কত সাংবাদিক এলো আর গেল আমরা সব ম্যানেজ করেই চলি।

কারখানার এডমিন ম্যানেজার সাইদ সাহেব বলেন, “কারখানার কেমিকেল মিশ্রিত বর্জ্য ইটিপির মাধ্যমে শোধন করে নির্গত করা হচ্ছে।” তবে সরেজমিনে কারখানার পেছনের অংশে বিরাট একটি অংশে জমিয়ে রাখা দুর্গন্ধযুক্ত কালো পানি দেখা গেছে।  এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কোনো কথা বলেননি।

ধামরাই উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সামিউল হক বলেন “বিভিন্ন কারখানার বিষাক্ত বর্জ্যে নদী ও কৃষিজমিতে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের বিধি অনুযায়ী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে”।

http://www.anandalokfoundation.com/