মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার মধ্যে কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার হইতে বীরশ্রেষ্ঠের সড়ক দিয়ে সালামতপুর বর্তমান রউফনগর বীরশ্রেষ্ঠ যাদুঘরে যাওয়ার পথে বীর মুক্তিযোদ্ধা অরুন সরকারের বাড়ির সামনের রাস্তা রাজধরপুর এবং গন্ধখালী আইয়ুব মোল্যার বাড়ির সামনের রাস্তা একেবারে অচল হয়ে পড়েছে।
তাছাড়া দুই স্থানের রাস্তা ভেঙ্গে নদী গর্ভে চলে গেছে। এই রাস্তা কামারখালী বাজারে ও বীরশ্রেষ্ঠ যাদুঘরে ঢোকার প্রধান সড়ক। এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করা একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে এমনকি সাধারণ জনগণের হালকা যানবাহন নিয়ে চলাচল একেবারে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে ফলে যে কোন মুহূর্তে পথ চলায় মানুষের প্রাণহানি ঘটতে পারে এমতবস্থায় স্থানীয় সরকার তথা উপজেলা প্রাকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ একান্ত প্রয়োজন যাতে জন সাধারণ ভালোভাবে যানবহন নিয়ে এই রাস্তা দিয়ে বীরশ্রেষ্ঠ জাদুঘরে যাইতে পারে এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উৎযাপন করতে পারে তাহার ব্যবস্থা দানে মর্জি হয়।