14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কামারখালীতে জুয়া খেলার আসর ও সুদে কারবারের ঘাঁটি

Rai Kishori
April 10, 2019 4:39 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে জুয়া খেলার আসর ও সুদে কারবারের ঘাঁটি স্থাপন গড়ে উঠেছে বলে খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে কামারখালী ইউনিয়ন ঘুরে জানা যায়।স্থানগুলো হলঃ-কামারখালী মছলন্দপুর বিশ্বাসপাড়া রাসেল বিশ্বাস এর বাড়ী,মছলন্দপুর সুফির বাগান, মছলন্দপুর মাঠের ভিতর পুকুরের চালায়, চান্দুর মেহগনি বাগান, মছলন্দপুর হিন্দুপাড়া আদ্রনাথের দোকানের সামনে,কামারখালী রাজধরপুর সরকারের বাড়ীর পিছনের মাঠ প্রাঙ্গনে,কামারখালী পুরাতন ফেরিঘাট টোল বাউন্ডারীর ভিতরে জুয়া খেলার ঘাঁটি। আর কামারখালী পুরাতন সোনালী ব্যাংক গলি, অরুন সরকারের গলি।

ও বিশ্বাসপাড়া মোড় সুদে কারবারের ঘাঁটি, এ ছাড়া আড়পাড়া ইউনিয়নে ভাতুরিয়া, বাগিচাপাড়া, টোলপাড় হয়ে চা-দোকানে,কামারখালী ইউনিয়নে-কামারখালী মাছ-বাজার,ফুলবাড়ী, গন্ধখালী, কোমরপুর, সালামতপুর, দয়ারামপুর গয়েশপুর গ্রামে টাকা দিয়ে তাস, কেরাম বোর্ড , লুডু খেলা হয় বলে জানা যায়। এই সব আসরে ও কারবারে বিভিন্ন ইউনিয়নের যুব সমাজের প্রভাব বেশী দেখা যায়। আর এই সকল কারবারের জন্য সমাজে চুরি,ডাকাতি,খুন-খারাবি, সন্ত্রাস,চাঁদাবাজির সৃষ্টি হয়। এ ব্যপারে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার জানা নাই তবে আমার ইউনিয়ন থেকে অবশ্যই এগুলো প্রতিহত করবো এবং আমার পক্ষ থেকে এগুলো প্রতিহত করতে যতটুকু সহযোগীতা করা দরকার আমি করবো।

তাছাড়া সুশীল সমাজ মনে করেন যুব সমাজকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং অভিভাবককে সচেতন করতে পারলে তাহলে দেশ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি দমনের পাশাপাশি সমাাজ থেকে লুডু, কেরাম, তাসখেলা,দোকানে দোকানে সন্ধার পরে টিভি না দেখা এবং আই.পি.এল. বাজিধরা বাদ দিয়ে যুবসমাজকে কাজে লাগাতে হবে তাহলে হয়তো সমাজ ও পরিবার থেকে জুয়া খেলা ও সুদে কারবারের ঘাঁটি উৎখাত করা সম্ভব। পাশাপাশি সুশীল সমাজ প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেন। তাহলে সচেতন অভিভাবক মনে করেন জুয়া খেলা ও সুদে কারবারের ঘাঁটি জিরো টলারেন্স আনা সম্ভব।

http://www.anandalokfoundation.com/