মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধাগন, ইউ.পি. সদস্য গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কামারখালীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা হয়েছে।
বৃহস্পতিবার কামারখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে কামারখালী ইউনিয়ন পরিষদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী’র সভাপতিত্বে ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভূইয়া।
মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান , কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ সাহাদত হোসেন সাবু, সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক, বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মোল্যা, বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ ইকরাম হোসেন তপন, বীরমুক্তিযোদ্ধা মোঃ জালাল হোসেন প্রমুখ। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার পরমানন্দ বিশ্বাস সহ আরো মুক্তিযোদ্ধাগন, ইউ.পি. সচিব মোঃ ইকবাল হোসেন, ইউ.পি. সদস্যগন, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম পুলিশবৃন্দ প্রমুখ।
পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকলের উদ্দেশ্যে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান অনুষ্ঠানে গুরুত্বপূর্ন কথাবাত্রা বলে সকলের সু-স্বাস্থ্য এবং জীবনের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আলোচনা সভা শেষ করেন।