বিনোদন ডেস্ক: সাইফ আলী খান বলিউডের কাপুর খানদানকে ‘ইতালীয় মাফিয়া’ পরিবারের সঙ্গে তুলনা করলেন। আর এই ‘মন্তব্য’ বেশ হেসে হেসেই মেনেও নিলেন কারিনা কাপুর খান।
কারিনা বলেন, ‘‘আসলে কাপুর পরিবারের সকলেই খুব খেতে ভালবাসে। সাইফ তো বলে, আমরা খাবার আর ড্রিঙ্কের ব্যাপারে পুরো পাগল। কাপুর পরিবারের সকলে যখন এক টেবিলে খেতে বসে অন্তত তিরিশটা আলাদা আলাদা ডিশ তো থাকবেই। খেতে বসে খাবার আর ড্রিঙ্ক ছাড়া অন্য কোনও দিকে তাকাই না আমরা। সে জন্যই ফুল কাপুর পরিবারকে ইতালীয় মাফিয়া বলে সাইফ।”
কাপুর পরিবারের প্রতি সাইফের এই উপমা বেশ খুশি মনেই মেনে নিয়েছেন কারিনা। একটুও রাগ না করে বিষয়টা বেশ উপভোগ করেছেন তিনি।