13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কান্তজী মন্দিরে যাত্রা, সার্কাস ও জাদুপ্রদর্শনী বন্ধে স্মারকলিপি প্রদান

admin
November 4, 2019 10:33 am
Link Copied!

শ্রী শ্রী কান্তজী মন্দিরে রাসমেলায় শান্ত শৃঙ্খলা পরিবেশ ও তীর্থের পবিত্রতা বজায় রাখতে যাত্রাপালা সার্কাস ও জাদুপ্রদর্শনী বন্ধে স্মারকলিপি প্রদান।
প্রতিবছরের ন্যায় আসচ্ছে ২৪ শে অগ্রহায়ন ১৪২৬,১১ই নভেম্বর ২০১৯ইং রোজ সমবার  রাসপূর্ণিমা। রাসপূর্ণিমা উপলক্ষে প্রতিবছরের ন্যায় দেশের ঐতিহ্যবাহী সৌন্দর্যশালী,বিশ্বের অন্যতম সেরা টেরাকোটা শ্রী শ্রী কান্তজী মন্দিরে মাসব্যাপী রাসমেলা শুরু হলে দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত-পূণ্যার্থী,পর্যটক আসে মন্দির দর্শনের জন্য।
পর্যটক মনোমুগ্ধ হয় মন্দিরের দেওয়ালে পৌরাণিক লৌকিক কাহিনীর চিত্র দেখে তেমনি ভক্ত-পূণ্যার্থীরা নিজের পরিবার ও দেশের মঙ্গল কামনায় রাসপূর্ণিমায় আসে মন্দির প্রাঙ্গণে।।
পবিত্র এই তীর্থস্থানে মাসব্যাপী মেলায় ধর্মীয় পূস্তক,শাখা-সিঁদুর,পোশাকের দোকান,শোবিজ,হস্তশিল্প মৃৎশিল্পের তৈরিকৃতসহ নানানরকম  জিনিসপত্রের দোকানপাট বসেন।
কিন্তুু অতিব দুঃখের বিষয় পবিত্র  এই স্থানে অপবিত্র করতে বিনোদনের নাম করে ধর্মীয় যাত্রাপালা,সার্কাস ও যাদু প্রদর্শনের নামে অশালীন নিত্য,অনৈতিক কার্যক্রম চালায় একটি স্বার্থণ্ষেহী মহল।
২০১৫ সালে ৫ই ডিসেম্বর কথিত ধর্মীয় যাত্রাপালার নামে চলা ভোলানাথ অপেরার প্যান্ডেলে দুর্বৃত্তরা বোমা হামলা চালালে ৬জন আহত হয়,তারপর থেকেই জেলা প্রশাসন যাত্রাপালা সার্কাস ও জাদু প্রদর্শনের অনুমোদন না দিলেও স্বার্থণ্ষেয়ী মহল প্রশাসনকে তোয়াক্কা না করে অবৈধভাবে অশালীন নিত্য ও অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে  যাত্রা সার্কাস ও যাদু প্রদর্শনী করে মোটা টাকা হাতিয়ে নিয়েছেন যুবসমাজকে বিপদগামী করে।।
তার ধারাবাহিকতায় ২০০৯ সালে সাবিত্রী রানী নামের এক যুবতী পূণ্যার্থী রংপুর থেকে রাসপূর্ণিমা মন্দির দর্শনের এসে গণধর্ষণের শিকার হয়।
এছাড়াও দুরদুরান্ত থেকে আসা পর্যটক ও পূণ্যার্থীদের যানবাহন গ্যারেজে রাখতে অতিরিক্ত ফী নিয়ে থাকে বলে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যায়।
তাই মন্দিরের পবিত্রতা ও শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায় রাখতে এবং পর্যটক পূণ্যার্থীদের নিরাপত্তার চেয়ে এবং ভক্ত ও পর্যটকদের যানবাহন সুলভ মুল্য নির্ধারণ করার জন্য গতকাল দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক(স্থানীয় সরকার)হাতে স্মারকলিপি প্রদান করেন শারদাঞ্জলী ফোরাম দিনাজপুর জেলা সভাপতি নারায়ণ চন্দ্র রায়,সাধারণ সম্পাদক হৃদয় রায়সহ একটি প্রতিনিধি দল।।
http://www.anandalokfoundation.com/