আজ বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। ভারত-কানাডা সম্পর্ক এমন খারাপ পর্যায়ে কোনো দিন নামেনি। কানাডার সঙ্গে এভাবে ভিসা সম্পর্কে সাময়িক ছেদ করার ঘটনাও এই প্রথম। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সে দেশের সংবাদপত্র ‘দ্য ন্যাশনাল পোস্ট’–কে জানিয়েছে, ভারতে নিযুক্ত কয়েকজন কূটনীতিককে সামাজিকমাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কানাডা ভারতে কূটনীতিক ও কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই সূত্রের খবর অনুযায়ী, কানাডা দিল্লির হাইকমিশন ছাড়াও মুম্বাই, চণ্ডীগড় ও বেঙ্গালুরুতে কনস্যুলেট অফিসে নিরাপত্তা আরও জোরদার করার অনুরোধ জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘ভারতে কানাডার কূটনৈতিক উপস্থিতি ― ভারতের যা আছে তার চেয়ে বেশি এবং সেই অনুযায়ী কমানো দরকার। আমরা কানাডা সরকারকে জানিয়েছি যে কূটনৈতিক উপস্থিতিতে সমতা থাকা উচিত, তাদের সংখ্যা অনেক বেশি। এখানে থাকা কানাডিয়ান কূটনীতিকের সংখ্যা কানাডায় থাকা আমাদের কূটনীতিকদের তুলনায় অনেক বেশি… আমার ধারণা সেখানেও হ্রাস পাবে।’
এদিকে চলমান উত্তেজনার মধ্যে ভারত থেকে কয়েকজন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় কানাডার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দপ্তরের মুখপাত্র জ্যঁ-পিয়েরা গডবাউট এ তথ্য নিশ্চিত করেছেন।
কানাডীয় সংবাদমাধ্যম ন্যাশনাল পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এক ই–মেইলে জ্যঁ-পিয়েরা গডবাউট লেখেন, ‘উত্তেজনা বৃদ্ধির জেরে বর্তমানে যে পরিস্থিতি দেখা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের কিছু কূটনীতিক সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে হুমকি পাচ্ছেন।’ আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দপ্তরের মুখপাত্র আরও লেখেন, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে ভারতে কানাডার বিভিন্ন অবস্থানে কানাডীয় কূটনীতিক ও স্থানীয় কর্মীরা চাকরি করছেন। সতর্কতা হিসেবে এই কূটনীতিকদের উপস্থিতির বিষয়টি সাময়িক সময়ের জন্য সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে কিছু কূটনীতিককে ফিরিয়ে নেওয়া হলেও ভারতে কানাডার কূটনৈতিক কার্যালয়গুলো খোলা থাকবে বলে জানিয়েছেন জ্যঁ-পিয়েরা গডবাউট। কাকে কাকে ফিরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। গডবাউট বলেন, ‘কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করতে এবং ভারতে কার্যক্রম চালিয়ে যেতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে কানাডা।’
ভারতের রাজধানী নয়াদিল্লিতে কানাডার একটি হাইকমিশন রয়েছে। এ ছাড়া বেঙ্গালুরু, চণ্ডীগড় ও মুম্বাইয়ে দেশটির কনস্যুলেট রয়েছে। জ্যঁ-পিয়েরা গডবাউট বলেন, যেসব কানাডীয় কূটনীতিক ভারতে থেকে যাবেন, নয়াদিল্লি তাঁদের সুরক্ষায় কাজ করবে বলে আশা প্রকাশ করছে কানাডা সরকার।
একইভাবে কানাডাকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করতে বলেছে ভারতও। সে দেশে ভারতীয় দূতাবাসের ওপর হামলার বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী ট্রুডোর আনা অভিযোগের পর সে দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ভারতীয় হিন্দুদের কানাডা ত্যাগ করতে হুমকি দিয়েছে। ওই হুমকির পর ভারতও কানাডাগামী সব ভারতীয়কে, বিশেষ করে সেখানকার শিক্ষার্থীদের সতর্ক ও সজাগ থাকতে পরামর্শ দিয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেই কানাডায় আরও এক ‘খালিস্তান আন্দোলন’–এর নেতা সুখদুল সিংয়ের মৃত্যুর খবর পাওয়া গেল। অবশ্য ভারতের চোখে সুখদুল সিং ওরফে সুখা দুনেকা একজন বিচ্ছিন্নতাবাদী শিখ সন্ত্রাসী। তিনি খালিস্তানি জঙ্গি আর্শদীপ সিংয়ের ঘনিষ্ঠ সহোযগোী। আর্শদীপকে ভারত অনেক দিন ধরেই দেশে ফেরাতে চাইছে। নিজ্জরকেও ভারত ফেরাতে তৎপর ছিল। তার মাথার দাম ধার্য হয়েছিল ১০ লাখ রুপি।
সুখদুল সিং খুন হন কানাডার উইনিপেগ শহরে। ভারতীয় সূত্রের দাবি, দুই সন্ত্রাসী দলের লড়াইয়ে তার মৃত্যু হয়। ২০১৭ সালে ভুয়া পাসপোর্ট করে তিনি পাঞ্জাব থেকে কানাডা চলে যান। তখনই তার বিরুদ্ধে ৭টি অপরাধের অভিযোগ ছিল। তাকে পালাতে সাহায্য করার অভিযোগে পাঞ্জাবের দুই পুলিশ কর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল।