ভারতের কলকাতায় ৪৮তম আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে। ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। দীর্ঘ ২৫ বছর পর এবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশকে আমন্ত্রন জানানো হয়নি।
মঙ্গলবার(২৮ জানুয়ারি) বিকেলে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৪৮ বার ঘণ্টা বাজিয়ে ৪৮তম বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বইমেলার এবারের থিম কান্ট্রি জার্মানি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান। মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন যেখানে গড়া হতো, এবার সেখানে জায়গা হয়েছে যুক্তরাষ্ট্র, পেরু, স্পেন, আর্জেন্টিনা, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্যাভিলিয়ন।
এবারের মেলায় ১২টি দেশ অংশ নিয়েছে। থিম দেশ জার্মানি। কলকাতা বইমেলায় এবছরও ২৫ লক্ষ ক্রেতা ও পাঠকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। দেশ বিদেশের প্রায় এক হাজার প্রকাশক ও বিক্রেতা মেলায় অংশ নিয়েছেন।
এ বছর বাংলাদেশের অংশগ্রহণ না হওয়া নিয়ে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলারস গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেন, অংশগ্রহণের জন্য একটি দেশকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয়, এ বছর বাংলাদেশ তা করেনি। স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশের প্রকাশক এবং বই বিক্রেতাদের জন্য জায়গা বরাদ্দ করতে পারিনি।
বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামি মৌলবাদ যেভাবে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন বাড়িঘরে অগ্নিসংযোগ এবং মন্দির ভাঙচুর করেছে তাতে প:বঙ্গের সাধারণ হিন্দুদের মধ্যে ব্যপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফলে কলকাতা বুক সেলার্স এন্ড গিল্ড কর্তৃপক্ষ বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য এবার বাংলাদেশকে বাদ দিয়েছে।
কলকাতা বইমেলা শুরু হয় ১৯৭৬ সালে। এবারের মেলা শেষ হবে আগামী ৯ ফেব্রুয়ারি। গতবার এই বইমেলা দেখেছেন ২৭ লাখ বইপ্রেমী। বই বিক্রি হয়েছিল ২৩ কোটি রুপির।