ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসকদের অনিহার কারণে যশোরের অধিকাংশ ক্লিনিকের বর্হিবিভাগের স্বাস্থ্যসেবা বন্ধ

Rai Kishori
March 24, 2020 6:12 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: চিকিৎসকদের রোগী দেখার অনিহার কারণে যশোরের অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে বর্হিবিভাগের স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে। সেইসাথে নার্স এবং ওয়ার্ড বয়রা কাজ করতে আসতে রাজি না হওয়ায় বন্ধের উপক্রম হয়েছে ভর্তি রোগীদের সেবা কার্যক্রমও।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ইতিমধ্যে জেলায় জেলায় বিভিন্ন ধরণের সর্তকতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেইসাথে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে সকলকে নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।

এ অবস্থায় চিকিসকসহ স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট নিশ্চিত না হওয়ায় যশোরের অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে বর্হিবিভাগের স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে। কিছু বড় বড় ক্লিনিক প্রয়োজনীয় ব্যবস্থা নিলেও বর্হিবিভাগের কমে গেছে রোগীর সংখ্যাও।

যশোর কুইন্স হসপিটালের ম্যানেজার জানান, আমরা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নানা উদ্যোগ গ্রহণ করেছি। তবে বর্হিবিভাগে চিকিৎসকদের উপস্থিতি কম। যারা আসছেন তাদের কাছে রোগী পাঠানোর আগে জীবানুনাশক দিয়ে রোগীকে পরিচ্ছন্ন করার পর চিকিৎসকের কাছে পাঠানো হচ্ছে। তিনি আরো বলেন, শহরের অধিকাংশ ক্লিনিকে গতকাল থেকেই চিকিৎসকরা বর্হিবিভাগে রোগী দেখছেন না। পরিস্থিতি খারাপ হলে আমাদেরও সেইপথে যেতে হতে পারে।

যশোর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ডা. আতিকুর রহমান জানান, যশোরের ৪০/৪২টি ক্লিনিকে অভ্যন্তরীণ ও বর্হিবিভাগে রোগীদের স্বাস্থ্য সেবা দেয়া হয়। তবে আজ থেকে বর্হিবিভাগে কোন চিকিৎসক রোগী দেখবেন না বলে জানিয়েছেন।

চিকিৎসক ও ক্লিনিক মালিক কেউ ঝুঁকি নিতে চাইছেন না। সেইসাথে নার্স এবং ওয়ার্ড বয়রা কাজ করতে আসতে রাজি হচ্ছে না। ফলে অচিরেই বন্ধ হয়ে যেতে পারে সকল ধরণের সেবা।

http://www.anandalokfoundation.com/