14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনা ভাইরাসে একদিনেই ৪৬ জনের মৃত্যু নতুন আক্রান্ত ২ হাজার

Ovi Pandey
February 2, 2020 9:16 am
Link Copied!

দি নিউজ ডেক্সঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই  চীনে ৪৬ জনের মৃত্যু হয়েছে নতুন আক্রান্ত হয়েছে ২ হাজারের বেশি মানুষ।

শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা চীনসহ বিশ্বে প্রায় ১২ হাজারে দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ চীনের সঙ্গে বিমান ও সীমান্ত যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বেইজিং সরকার এর সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ চীন সফররত বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে

জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জার্মানি, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, ইতালি, রাশিয়া, ব্রিটেন, কম্বোডিয়া, ফিনল্যান্ড, নেপাল, ভারত, ফিলিপাইন্স ও শ্রীলঙ্কা সরকার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও রাশিয়া চীন থেকে আগতদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। একই পদক্ষেপ নিয়েছে জাপান, পাকিস্তান ও ইতালি। সিঙ্গাপুর চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার পর হংকংও একই ব্যবস্থা নিচ্ছে।

ভিয়েতনাম এয়ারলাইন্স চীন, হংকং ও তাইওয়ানে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। একইভাবে কাতার এয়ারওয়েজ, কান্তাস, এয়ার নিউজিল্যান্ড, এয়ার কানাডা ও ব্রিটিশ এয়ারওয়েজ চীনে ফ্লাইট স্থগিত রেখেছে। প্রযুক্তি কোম্পানি অ্যাপল চীনে তাদের সব শো-রুম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বিশ্বখ্যাত হোটেল হায়াত, র্যাডিসন ও হিলটন চীনে তাদের অতিথিদের ভ্রমণ বাতিল করেছে। যুক্তরাজ্য তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে। বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ড চীন থেকে নাগরিকদের ফিরিয়ে এনেছে। মিয়ানমারও বিশেষ বিমান পাঠাচ্ছে।

http://www.anandalokfoundation.com/