13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনার টিকা নিয়ে বিচারকাজ করছি কোনো সমস্যা হচ্ছে না -প্রধান বিচারপতি

Rai Kishori
February 8, 2021 12:56 pm
Link Copied!

আমরা করোনার টিকা নেওয়ার পর বিচারকাজ পরিচালনা করছি কোনো সমস্যা হচ্ছে না। বললেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে দুটি দেওয়ানি মামলার পক্ষগণ নিজেদের মধ্যে সমঝোতা করে সশরীরে আপিল বিভাগে উপস্থিত হলে তাদের ও আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আপনারাও টিকা নিন। তখন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, স্যার আমরা কাল (মঙ্গলবার) নেব।

প্রধান বিচারপতি বলেন, আপনি টপ ল’ অফিসার অব দ্য কান্ট্রি। গতকালই (রোববার) আপনার টিকা নেওয়া উচিত ছিল। বেঞ্চের অপর বিচারপতি ওবায়দুল হাসান বলেন, মনে হয় অ্যাটর্নি জেনারেল টিকা নিতে ভয় পাচ্ছেন!

অ্যাটর্নি জেনারেল বলেন, আমি একা নিতে চাইনি। সবাই মিলে নেব। এ জন্য দেরি হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাতজন বিচারপতি এবং হাইকোর্টের ৪৮ জন বিচারপতি করোনার টিকা নিয়েছেন। আজ সোমবার হাইকোর্টের অবশিষ্ট বিচারপতিরা করোনার টিকা গ্রহণ করবেন।

টিকা নেওয়ার পর হাইকোর্টের বিচারপতিরা গতকালই (রোববার) বিচারকাজ পরিচালনায় অংশ নেন। আর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিরা রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত বিচারকাজ পরিচালনা করে বিকেলে টিকা নেন।

http://www.anandalokfoundation.com/