একবার কোভিড-১৯ এ আক্রান্ত হলে ফের কতদিনের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এ নিয়ে মত পার্থক্য আছে। করোনা থেকে সুস্থ হওয়ার পর অ্যান্টিবডি থাকে শরীরে ৩ মাস অনেক গবেষক বলেছেন।
অস্ট্রেলিয়ার নতুন এক গবেষণা বলছে, করোনা থেকে সুস্থ হওয়ার পর কমপক্ষে আট মাসের মধ্যে পুনরায় আক্রান্ত হওয়ার কোন সম্ভাবনা নেই।
তবে সায়েন্স ইমিউনোলজি জার্নালে প্রকাশিত নতুন গবেষণা এই তথ্যকে চ্যালেঞ্জ করেছে। যদিও পূর্বের গবেষণায় দেখা যায় সংক্রমণের প্রথম কয়েক মাস পরে করোনভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডিগুলো ক্ষয় হয়ে যায়।
গবেষকরা ২৫ জন কোভিড রোগীর নমুনা সংগ্রহ করেছেন। তাদের সংক্রমণের ২০ দিন পর এবং ২৪২ দিন পর ব্লাড স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। সেখানে তারা দেখেছেন, ২০ দিন পর অ্যান্টিবডি ক্ষয় হতে শুরু করে।
নতুন গবেষণায় অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির বিজ্ঞানীদের মতে, রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থার মধ্যে নির্দিষ্ট কোষগুলোকে মেমোরি বি কোষ বলে। যা ভাইরাসের সংস্পর্শে আসলে প্রতিরক্ষামূলক অ্যান্টিবডিগুলোর দ্রুত উৎপাদনের মাধ্যমে একটি প্রতিরক্ষামূলক প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলে।
বিজ্ঞানীরা বলছেন, যে সমস্ত রোগীর মেমরি বি কোষগুলো অবিরত ছিল তা ভাইরাসের দুটি উপাদানগুলোর মধ্যে একটির স্বীকৃতি দেয়। একটি হলো স্পাইক প্রোটিন যা ভাইরাসকে হোস্ট কোষগুলিতে প্রবেশ করতে সহায়তা করে এবং অন্যটি নিউক্লিওক্যাপসিড প্রোটিন। তাদের বিশ্লেষণের ভিত্তিতে গবেষকরা বলেছেন, এই ভাইরাস-নির্দিষ্ট মেমরি বি কোষগুলো সংক্রমণের আট মাস পর্যন্ত স্থিরভাবে থাকে।
বিজ্ঞানীরা বিশ্বাস করেন, যে অনুসন্ধানগুলো ভাইরাসের বিরুদ্ধে কোনও ভ্যাকসিনের কার্যকারিতা আশা করে এবং বিশ্বব্যাপী কমদিনের ব্যবধানে আবারো করোনায় আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্যা খুবই কম।
মোনাশ ইউনিভার্সিটির ইমিউনোলজি বিভাগের গবেষণার সহ-লেখক মেনো ভ্যান জেলম জানান, এই ফলাফলগুলো গুরুত্বপূর্ণ, কারণ কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত রোগীরা আসলে ভাইরাস এবং এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে। ভ্যাকসিন সব দেশে সরবরাহ হলেই দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয়া সম্ভব।