অস্ত্র আইন কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্রের শহরে শহরে বিক্ষোভ করা হচ্ছে। ‘বন্দুক হামলা থেকে মুক্তি চাই’- এ স্লোগানকে সামনে রেখে অস্ত্র আইন কঠোর করার দাবিতে রাজপথে নেমেছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ।
ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শনিবার রাজপথে নামতে বাধ্য হয়েছেন লাখো মানুষ। বিক্ষোভকারীদের দাবি, আর দেরি নয়, এখনই আইনটি বাস্তবায়নের সময়।
সম্প্রতি টেক্সাস ও নিউইয়র্কে বড় দুটি বন্দুক হামলায় হতাহতের ঘটনায় অস্ত্র আইন কঠোরের দাবি উঠেছে দেশজুড়ে।