14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ওবায়দুল কাদের দেশে ফিরছেন আগামী বুধবার

Rai Kishori
May 12, 2019 11:16 am
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরের চিকিৎসা শেষ করে আগামী বুধবার দেশে ফিরে আসছেন।

সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ বলেন, ‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৫ মে দেশে ফিরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই দিন সন্ধ্যা ৬টা নাগাদ তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা যাচ্ছে।’

সেতুমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ।

গত ৩ মার্চ ভোরে হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাঁকে। পরে এনজিওগ্রাম করে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে ওবায়দুল কাদের ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এরই মধ্যে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে সিঙ্গাপুরেই অবস্থান করছেন। নিয়মিত হাসপাতালের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করছেন।

http://www.anandalokfoundation.com/